মুজিব 

জেবুন্নেছা ববিন, পাবনা

 ‘মুজিব ‘ তুমি 

চির সবুজ 

চির উজ্জীবন 

সাহসীনি মায়ের – 

রঙ্গিন আঁচলে

তুমি অসীম সাহস।

‘মুজিব ‘ তুমি 

অমরত্বের প্রেরণা,

স্বাধীন জীবন, আর- 

চির দূর্দমনতার অদম্য চেতনা। 

‘মুজিব’ তুমি 

কৃষাণের কাস্তেয়,লাঙ্গলের ফলায়

কৃষাণীর হাসি কান্নার মধ্য দুপুর,

মাটির সোঁদা গন্ধের  মমতায় –

মাঝির ভাটিয়ালি সুর।

‘মুজিব’ তুমি 

অস্তিত্বের ভাস্করে- 

হৃদয়ের স্পন্দন ;

আর ধরণীর  সবুজ শ্যামলিমায়

সংগ্রামী চেতনার উচ্ছল অভিনন্দন। 

‘মুজিব ‘তুমি

এক শাণিত বিবেক

আলোকিত ন্যায্যতা,

আন্দোলিত অধিকারবোধ,

আর জেল জুলুমময় জীবনের সখ্যতা।

‘মুজিব’ তুমি

জেগে উঠার স্বপ্ন বৃক্ষ মূল,

বহু স্বপ্ন ও আকাঙ্খা-

আর প্রত্যাশার প্রস্ফুটিত-

এক বিশাল সূর্যমুখী ফুল।

‘মুজিব’ তুমি

প্রজন্ম ৭১’ এর দ্বিধাহীন স্বপ্নের বহর,

আর তেজোদ্দীপ্ত তাজা খুনের লহর।

মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ,

বিক্ষোভে বিক্ষোভে পরাধীনতার অগ্নিঝরা প্রতিশোধ।

‘মুজিব ‘ তুমি 

অসীম সাহসে জেগে ওঠা

সংগঠিত শক্তির স্বকীয় সত্তা ; 

লক্ষ যোজন সম্ভাবনার আলোকিত দরজা। 

‘মুজিব ‘ তুমি 

উঁচু-নিচু, ধনী – গরীব –

 সকলেরই আশা, 

জাগ্রত চেতনা, আর দেশপ্রেম- ভালোবাসা। 

‘মুজিব’ তুমি 

মা,মাটি, মানুষের মুক্তির রুপকার, 

শোষিত জাতীর ক্ষমতা ও সিদ্ধান্ত নেয়ার  অধিকার। 

সারাবিশ্বের জমিনে জমিনে তুমি চির সবুজের সম্ভার।

‘মুজিব’ তুমি

ভীষণ দূর্যোগ ছুঁয়ে যাওয়া আঁধার রাত্রি পেরিয়ে 

আচমকা জেগে ওঠা ; হঠাৎ 

সাহসী এক আলোকিত সকাল। 

যুগে যুগে জন্ম নেয়া মহাপুরুষ  ও মহাকাল। 

‘মুজিব ‘ তুমি 

বিষাক্ত কীটের ঢিপি ভেঙ্গে  দেয়া-

শক্ত হাতিয়ার।

অশুভ শক্তির উপদ্রব মুক্ত-

গৃহস্তের নিরাপদ গ্রিল জানালার।

‘মুজিব’ তুমি 

নতুন প্রাণের স্বপ্নে আঁকা রামধনু –

আর কাল-কেউটে সাপ নাচানো-

দক্ষ সাপুড়িয়ার বাজানো বেণু।

ভূমিকম্পন, বিস্ফোরণ, 

বয়স্ক জড়া- মৃত্যু – ক্ষয়

এর কোনোকিছুই তোমার জন্য নয়।

 ‘মুজিব ‘ তুমি

মুক্তি চেতনার অধিষ্ঠাতা, 

হাজারো পদ্মা, মেঘনা-

যমুনা, সুরমা  ঘেরা-

এই স্বাধীন বাংলাদেশটির তুমিই প্রতিষ্ঠাতা।

‘মুজিব ‘ তুমি 

অমরত্বের অমরতা,

কোটি কোটি  জীবনের না বলা অনেক কথা।

না লেখা অনেক কবিতা আর গান। 

উদ্বেলিত স্বাধীনতার সংগ্রামী এলহান।

তুমিই বাঙালি  জাতীর  পিতা-

শেখ মুজিবুর রহমান।

2 thoughts on “মুজিব ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *