তোমারই চেতনা

কলমে- মোহাম্মদ মিজান , #চট্টগ্রাম

তারিখ – ২৩/০৮/২০২৩

—————————————

ভাবনার গহীনে উঁকি দেয়

এলোরে স্মৃতির মশাল,

অজস্র ভালোবাসা শিখলে

গহীন স্পন্দন মাতাল।

রক্ত ঝরেছে বাংলার ঘরে,

আপনার অবদান ঘিরে,

আপনার প্রতিটি শব্দ অতুল,

আছি বাংলার নীড়ে।

শোনেন শ্রদ্ধাময়ী বঙ্গ মুজিব,

আপনার তরে পতাকা,

প্রতি নিয়তো বাংলা মমতায়

এসেছে স্বাধীন ধামাকা।

চিরন্তন চিরতরে ভালো থাকুন

সেই হৃদয়ের ফুলদানিতে,

ফুটন্ত ফুলের সৌরভ ছড়িয়ে,

এই বাংলার অলি গলিতে।

এই শোকের ছায়া অবয়বেই

কষ্ট ও কান্নার স্রোত বয়,

আগষ্ট ঘিরে তোলপাড় হৃদয়,

রক্ত স্নানে অঝোরে হৃদয়।

Leave a Comment