মূল্যস্ফীতির কারনে সারা বিশ্বেই স্মার্টফোন বিক্রি কমেছে | ২০২২ সালে সামগ্রিকভাবেই স্মার্টফোন বিক্রি অনেকটা কমেছে | ২০২২ সালেও চীনের বড় অংশজুড়ে লকডাউনসহ নানা ধরনের বিধিনিষেধ ছিল। এতে ব্যাহত হয়েছে দেশটির অর্থনৈতিক কার্যক্রম, যার ছাপ পড়েছে ভোক্তাদের আচরণে। এক গবেষণায় দেখা গেছে, গত বছর চীনের বাজারে স্মার্টফোন বিক্রয় বার্ষিক হিসাবে প্রায় ১৩ শতাংশ কমে গেছে।
গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ১২০ কোটি, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ কম। এই পরিসংখ্যান ২০১৩ সালের পর সর্বনিম্ন।
বিশ্লেষকেরা বলেন, গত বছর বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা ছিল। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো যে হারে নীতি সুদহার বাড়িয়েছে, তার জেরে তৈরি হয় মন্দার আশঙ্কা। একদিকে নীতি সুদহার বৃদ্ধির কারণে সমাজে অর্থের প্রবাহ কমে যায়। অন্যদিকে মন্দার আশঙ্কায় মানুষ কেনাকাটায় হিসেবি হয়—এ দুয়ের প্রভাবে স্মার্টফোন বিক্রি অনেকটা কমে যায়।
জাতীয় শিল্পনীতি ২০২২-এ হোটেল-রেস্তোরাঁ খাতকে শিল্পের মর্যাদা দেওয়ার হয়েছে। ফলে এখন থেকে অন্যান্য শিল্পের মতো হোটেল-রেস্তোরাঁও শিল্পের নানা সহায়তার সঙ্গে সহজ শর্তে ঋণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।
বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।
Restaurant
এক বার্তায় মালিক সমিতি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ খাদ্য বাস্তবায়নের ঘোষণা দ্রুত ও স্থায়ীভাবে কার্যকর করায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পসচিব জাকিয়া সুলতানার ঐকান্তিক চেষ্টায় রেস্তোরাঁ সেক্টরটিকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ সেক্টরটি এক ধাপ এগিয়ে গেল।