বই
মোঃ জাহিদুল ইসলাম,পটুয়াখালী সদর,পটুয়াখালী
সবার চেয়ে প্রিয় বন্ধু, হলো আমার বই।
বইয়ের সাথে নিত্য আমি, মনের কথা কই।
মানুষ বন্ধু ঝগড়া বাধায়, বন্ধ করে কথা।
বইয়ের বেলায় ঘটেনা তা, দেয়না মনে ব্যাথা।
যতবন্ধু দেখেছি আমি, বইয়ের মতো নয়।
বই আমার জীবনটাকে, করেছে আলোকময়।
এসব কথা ভেবে ভেবে, এই করেছি পণ।
বইয়ের সাথে বন্ধন আমি, রাখব সারাক্ষণ।
________________________________________________________________
বীরের জাতি
মোঃ জাহিদুল ইসলাম
মুসলিম হলো বীরের জাতি
করতে জানে না কাউকে ভয়।
দীপ্ত ঈমানের স্লোগান দিয়ে
বিশ্বের সব করিবে জয।
তুমি মুসলিম তুমি মুসলিহীন তুমি মুজাহিদ
তুমি দ্বিগ্বজয়ী বীর।
জালিমের কালো হাত গড়িয়ে দিতে
উঁচু করো তব সমশির।
ফিলিস্তিন বলো ইরাক বলো
কেউ নেই আজ সুখে।
জালিমের কবলে মুসলমান
দেখো মরচে ধুকে ধুকে।
অপমান আর লাঞ্ছনা
আজ দিচ্ছে মোদের ছায়া।
ফিরিয়ে আনতে আলোর প্রভাব
তোমার দিলেই উদার হয় কি মায়া?
বীর মুহাম্মাদের উম্মাত তুমি
করছ কেন এত ভয়।
বীর কায়েদীর উত্তরসুরি তুমি
করছ কেন এত ভয়।
আল্লাহ যাদের সহায় আছে
নিশ্চয়ই তাদের হবেই বিজয়।
🥰
Sundor
Wow 😮
Awesome wonderful