প্রিয়তমা

মো.নাজমুল ইসলাম ভূঁইয়া নাহিদ
Shonir akhra, Japani bazar road No.04,Dhaka

আমি হেরেছি, “প্রথমবার তোমাকে দেখে”
আমি হেরেছি, “তোমার সেই মিষ্টি মুখশ্রী হৃদয় মেখে”
আমি হেরেছি, “প্রেমের উত্তরী হৃদয়ে জড়িয়ে”
আমি হেরেছি, “জীবন মুহূর্ত ভাবতে তোমাকে সরিয়ে”
আমি হেরেছি, “মুহিব্বিকে জেনে ”
আমি হেরেছি, “ঝুটকে না মেনে ”
আমি হেরেছি, “ভালোবাসার সেই কুহেলির প্রকোপে”
আমি হেরেছি, “সব প্রহর তোমাকে ভেবে ”
আমি হেরেছি, “হৃদয়ে ফাল্গুন স্মরণে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমার সম্মতি জেনে”
আমি হেরেছি, “ভীম-ভাবে তোমাকে চেয়ে”
আমি হেরেছি, “তোমার হৃদয়ে ঠাই না পেয়ে”
আমি হেরেছি, “গোলাপের লাল রংকে স্বীকার করাতে”
আমি হেরেছি, “হৃদয়ের রাজ্য থেকে তোমাকে সরাতে”
আমি হেরেছি, “জগতের সব দৃশ্যকে অপরূপ মানতে”
আমি হেরেছি, “অমিস্রা কী সেটা জানতে”
আমি হেরেছি, “প্রিয়তমার ছায়াপথকে অন্ধকারাচ্ছন্ন মানতে”
আমি হেরেছি, “নক্ষত্রের ধ্রুবতাকে জানতে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমার ডগর ভেজা পলক ঝাপটানি দেখে”
আমি হেরেছি, “প্রদ্বেষের সেই স্মৃতি আবেগে মেখে”
আমি হেরেছি, “প্রিয়তমাকে পাওয়ার খাইকে দামাতে”
আমি হেরেছি, “অনুভূতির চক্ষুকে এক পলকের জন্য নামাতে”
আমি হেরেছি, “তার জোনাকির মত ক্ষন দৃষ্টিগোচরে”
আমি হেরেছি, “হৃদয় আলপনায় তাকে সন্ধি করে”
আমি হেরেছি, “মনের ভাব বোঝাতে”
আমি হেরেছি, “হৃদয়-বন্ধন তৈরিতে”
আমি হেরেছি, “শুরুর থেকে শেষে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমাকে ভালোবেসে”

136 thoughts on “প্রিয়তমা”

  1. বাহ কি সুন্দর কবিতা, কি সুন্দর মনোভাব এগিয়ে যাও 🖤🥰

    Reply
  2. Wow💕 আপনি দেখি প্রেম নিয়ে অনেক ভালোই কবিতা লিখতে পারেন😳💜

    Reply
  3. কবিতা অসাধারণ🥰
    কবির জন্য দোয়া ও শুভকামনা।🤲🏻💕

    Reply
  4. বাহ অনেক সুন্দর হয়েছে 💕😍 আপনি আরো সামনে এগিয়ে যান 😊
    বিজয়ী হ ওয়ার জন্য দোয়া রইল ☺️

    Reply
  5. আমার মতে পুরুষ্কার আপনাকে দেওয়া উচিত কি সুন্দর প্রেজেন্টেশন , কি সুন্দর মনোভাব। আপনার কবিতার যত প্রশংসা করবো তত কম হবে 🥰 এগিয়ে যান।
    আমার মতে আপনি বিজয়ী,😊♥️

    Reply
    • ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য 🥰🖤😌

      Reply
  6. আপনি তো ভাই প্রেমের কবি, কি সুন্দর ভাবে লিখেছেন 💜😍

    Reply
  7. অসাধারণ কবি 🥰
    আপনার লেখা কবিতা প্লিজ আগামী বছর বই মেলাতে প্রকাশ করবেন।
    আমি নিশ্চিত আপনার লেখা কবিতা পড়ে বই মেলাতে আসা সকল মানুষ খুশি হবে॥

    Reply
    • আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ 😌
      আমার এখনো অনেক শিখার আছে কিন্তু আমি এই কবিতাটি বই মেলাতে প্রকাশ করার চেষ্টা করবো 😊 আর দোয়া করবেন

      Reply
  8. আমি আপনার কবিতা পড়ে বিমোহিত ও আনন্দিত হয়েছি।
    এগিয়ে যান

    Reply
  9. প্রিয়তমা কবিতাটি আমাকে বিমোহিত করেছে 🥰
    You are such a good writer 💝

    Reply
  10. বিজয়ী হওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আশা করি আপনি বিজয়ী হবেন।
    এবং আমার আসলেই এ কবিতা অনেক অনেক ভালো লেগেছে এবং আমি শিওর বাকিদেরও ভালো লেগেছে। আমি আবারও বলতেছি আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ♥️

    Reply
    • আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🥰 এতো সুন্দর মন্তব্য করার জন্য।
      দোয়া করবেন যেন বিজয়ী হতে পারি 🤲🏻🖤

      Reply
  11. Vai ,apnar kobita pore apnar fan hoye gelam😍..
    Plz amar friend request accept korben..
    Love you brother 💘

    Reply
  12. আসসালামুয়ালাইকুম ভাইয়া 🤗
    কেমন আছেন?
    আমি আপনার ফলোয়ার্স, আপনার কবিতার একজন ভক্ত 🥺।
    আপনার প্রিয়তমা কবিতাটি পড়ে অনেক মুগ্ধ হলাম ভাইয়া।
    আপনাকে বিজয়ী হওয়ার জন্য শুভ কামনা রইল ☺️

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম
      আলহামদুলিল্লাহ ভালো আছি
      অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য 🥰
      দোয়া করবেন যেন বিজয়ী হতে পারি 🖤🤲🏻

      Reply
  13. আমি নিশ্চিত প্রথম পুরস্কার তুমি পাবে 😍
    শুভকামনা রইল এত সুন্দর কবিতার জন্য

    Reply
  14. কবে পুরস্কার দিবে?
    মাশাআল্লাহ অনেক কমেন্ট পেয়েছো এবং আরো পাবে কারণ তোমার কবিতা অনেক অনেক ভালো লেগেছে 🥰।
    তাই পুরস্কার টা দ্রুত দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।

    Reply
    • কুইজে তো পুরস্কার কবে দিবে সেটা বলে নাই🙂
      & Thank you for appreciate

      Reply
  15. অসাধারণ উপস্থাপন হয়েছে প্রিয়তমা কবিতাটির

    Reply
  16. আমার মতে প্রথম পুরস্কারের প্রাপ্য হলে তুমি 💖
    Jar shop কে তাড়াতাড়ি বিজয়ী এর নাম ঘোষণা করা উচিত।

    Reply
  17. আসসালামুয়ালাইকুম Admin,
    কেমন আছেন Admin?
    আসলে আমি জানতে চাচ্ছি যে বিজয়ী কবে ঘোষণা করা হবে?
    জানালে উপকৃত হবো আপনাদের প্রতি 😊

    Reply
    • ওয়ালাইকুম আসসালাম,আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বিভিন্ন পোস্টে আমরা লিখেছি, ১৫ই সেপ্টেম্বরের পরে আমরা কবিতা সিলেট করব । কবিতা বাছাই করতে সিলেট করতে আমাদের ১৫ দিন সময় লাগবে । অর্থাৎ আমরা সেপ্টেম্বরের শেষে বিজয়ের নাম ঘোষনা করব । ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ দিন দরকার। করে আপনি বুঝতে পারছেন। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সময় দরকার। ওয়েবসাইটে আপলোড করতে, ডেভলপ করতে অনেক সময় দরকার হয় । আশা করি, আপনি বুঝতে পারছেন।

      Reply
      • আপনারা আমাদের জন্য এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন তাতেই আমরা অনেক খুশি। সো আপনাদের কথাকেই আমরা সম্মান করি এবং আমাদের করা উচিত কারণ আপনারা আমাদেরকে এই সুন্দর প্লাটফর্ম উপহার দিয়েছেন। তাই বিশেষভাবে ধন্যবাদ ও দিতে চাই। 😊🖤

        Reply
        • জার রাইটার প্ল্যাটফর্ম কিঞ্চিত হলেও আপনার উপকারে আসবে। নিবন্ধন করুন এবং আপনার যে কোন লেখা/কবিতা প্রেরণ করুন | We started our jouneney from 2020. জার লিমিটেড আয়োজিত অনলাইনে ‘গল্প, কবিতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা-২০২০’

          Reply
  18. অসাধারণ প্রিয়,
    কবিতার মধ্যে হারানো ভালোবাসার আকাঙ্ক্ষা বুঝা যাচ্ছে 🙂
    ভালোবাসার আকাঙ্ক্ষা মূলক কবিতা আমার সত্যি বলতে অনেক অনেক পছন্দ হয়েছে 🥰

    Reply
    • Thank you so so much sir 😊.
      Apnar moton Manus amr post cmnt korbe vabteo pari nai, again thank you so so so much 🖤

      Reply

Leave a Comment