প্রিয়তমা

মো.নাজমুল ইসলাম ভূঁইয়া নাহিদ
Shonir akhra, Japani bazar road No.04,Dhaka

আমি হেরেছি, “প্রথমবার তোমাকে দেখে”
আমি হেরেছি, “তোমার সেই মিষ্টি মুখশ্রী হৃদয় মেখে”
আমি হেরেছি, “প্রেমের উত্তরী হৃদয়ে জড়িয়ে”
আমি হেরেছি, “জীবন মুহূর্ত ভাবতে তোমাকে সরিয়ে”
আমি হেরেছি, “মুহিব্বিকে জেনে ”
আমি হেরেছি, “ঝুটকে না মেনে ”
আমি হেরেছি, “ভালোবাসার সেই কুহেলির প্রকোপে”
আমি হেরেছি, “সব প্রহর তোমাকে ভেবে ”
আমি হেরেছি, “হৃদয়ে ফাল্গুন স্মরণে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমার সম্মতি জেনে”
আমি হেরেছি, “ভীম-ভাবে তোমাকে চেয়ে”
আমি হেরেছি, “তোমার হৃদয়ে ঠাই না পেয়ে”
আমি হেরেছি, “গোলাপের লাল রংকে স্বীকার করাতে”
আমি হেরেছি, “হৃদয়ের রাজ্য থেকে তোমাকে সরাতে”
আমি হেরেছি, “জগতের সব দৃশ্যকে অপরূপ মানতে”
আমি হেরেছি, “অমিস্রা কী সেটা জানতে”
আমি হেরেছি, “প্রিয়তমার ছায়াপথকে অন্ধকারাচ্ছন্ন মানতে”
আমি হেরেছি, “নক্ষত্রের ধ্রুবতাকে জানতে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমার ডগর ভেজা পলক ঝাপটানি দেখে”
আমি হেরেছি, “প্রদ্বেষের সেই স্মৃতি আবেগে মেখে”
আমি হেরেছি, “প্রিয়তমাকে পাওয়ার খাইকে দামাতে”
আমি হেরেছি, “অনুভূতির চক্ষুকে এক পলকের জন্য নামাতে”
আমি হেরেছি, “তার জোনাকির মত ক্ষন দৃষ্টিগোচরে”
আমি হেরেছি, “হৃদয় আলপনায় তাকে সন্ধি করে”
আমি হেরেছি, “মনের ভাব বোঝাতে”
আমি হেরেছি, “হৃদয়-বন্ধন তৈরিতে”
আমি হেরেছি, “শুরুর থেকে শেষে”
আমি হেরেছি, “প্রিয়তমা তোমাকে ভালোবেসে”

137 thoughts on “প্রিয়তমা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *