কালজয়ী ভাষণ
কালজয়ী ভাষণ
_____________// সজীম শাইন,
সভাপতিঃ দুর্গাপুর সাংবাদিক সমিতি, নেত্রকোনা।
জয়বাংলার গানে বাঙালির প্রাণে নিয়েছে আসন
আকাশে-বাতাসে বাজে কালজয়ী সেই অমর ভাষণ।।
যে ভাষণে ছিলো সাম্য-স্বাধীনতার কথা
মুক্তিযোদ্ধারা পেয়েছে অদম্য সাহসিকতা
বাঙালি পেয়েছিলো মুজিবের মতো নেতা
সেই ভাষণে জেগে ওঠেছিলো আমজনতা
এদেশ থেকে বন্ধ হয়েছিলো সকল প্রহসন।।
সোনার বাংলা গড়ার স্বপ্ন যার হৃদয় মাঝে
সেই প্রেরণাই শক্তির বীণা হয়ে কানে বাজে
তাঁরই নামে রচিত আজ শত গান কবিতা
একশ বছরে এলো সে এক মহান নেতা
ফিরে এলো তার হাতে বাংলার শাসন।।
______________________________
সভাপতিঃ দুর্গাপুর সাংবাদিক সমিতি। নেত্রকোণা।
Prize ar jonno subo kamona