প্রতিদিনের সঙ্গী জার চা
কলমে: মোঃ বদরুল আলম সোহাগ
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জার চায়ের গন্ধে মনটা
দিনের শুরুতে পায় প্রাণ,
ঘুম থেকে উঠে প্রথম চুমুকে
মন মাতানো এক ঘ্রাণ।
সকালবেলা প্রথম ঠোঁটে
পাই যে তোমার ছোঁয়া,
দিন কেটে যায় সেই আবেশে
চা’য়ের কাপে ধোঁয়া।
বিছানা ছেড়ে, নাস্তা খেয়ে
অফিস পানে ছুটে চলি;
প্যারাময় জীবন নিয়ে
মনে মনে কতো কথা বলি।
আমাদের ব্যস্ত নগর জীবন,
রাস্তায় বিশাল ট্রাফিকজ্যাম;
একটু দেরি হলেই আবার
বকে অফিসের স্যার ম্যাম।
দৌড়ে গিয়ে কোনরকম
অফিসের চেয়ারে বসি,
পিয়ন তখন বলে “স্যার
এক কাপ জার চা নিয়ে আসি!”
ততক্ষণে আমার তৃষ্ণায়
শুকিয়েছে চোখ মুখ,
আমি বলি “তাড়াতাড়ি জার
চা নিয়ে আয়-এক্ষুনি দেই চুমুক।”
অতঃপর একটু পরে পিয়ন
আনলো এক কাপ জার চা ;
এক চুমুক দিতেই ক্লান্তি
ভুলে চাঙ্গা হলো পুরো গা।
মনোযোগ দেই তখন
অফিসের সব কাজে;
কাজের চাপে দুপুর গড়িয়ে
তখন বিকেল পাঁচটা বাজে।
পিয়ন তখন নিয়ে এলো
স্যান্ডউইচ আর এক কাপ চা,
বলে “স্যার আপনি দুপুরের
খাবারটাও তো খেলেন না।”
আমি বলি “খাবার না
খেয়ে থাকতে পারি;
কিন্তু চা না খেয়ে
থাকতে পারিনা।”
চা খেয়ে, কাজ গুছিয়ে,
গাড়ি করে বাসায় চলে আসি।
কাপড় ছেড়ে, ফ্রেশ হয়ে,
সোফায় গিয়ে তখন বসি।
বউ তখন চায়ের কাপ হাতে
দাঁড়িয়ে মিষ্টি করে দেয় হাসি।
একটু খেয়াল হলো বউ
যেনো ভীষণ খুশি,
মনে মনে চাইছিল সে
গা’ঘেসে তার বসি।
দুজনেই চা খেলাম
মোরা পাশাপাশি বসে,
সকাল সন্ধ্যা কেটে যায়
মোদের চায়ের আড্ডায় হেসে।
একটু পরেই বাসায়
এলো একগাদা মেহমান,
অতিথি আপ্যায়নের গিন্নি
রান্নাঘরে চলে যান।
অতিথিদের জন্য আনলো
চা, বিস্কুট আর চানাচুর,
চুমুকের প্রতি শব্দে শব্দে
বেজে উঠলো বুনো সুর।
অতঃপর রাতের খাবার
শেষে মেহমানরা চলে যায়;
আমাদের ঘুমোতে যাবার
আগে, চা খেতে মন চায়।
জার চায়ের পাতায়
সত্যিই মন প্রাণ মাতায়।
এভাবে প্রতিদিনের সঙ্গী
আমাদের জার চা,
যা ছাড়া একটা দিনও
কল্পনা করা যায় না।
বন্ধুরা চা কোন নেশা নয়,
চা হলো ভালবাসা।
প্রাণশক্তিতে ভরপুর
জীবন কাব্য ঠাসা।
বড্ড ভালবাসি
ডক্টর মো: বদরুল আলম সোহাগ
তোমার সেই কালো ব্যাগ মেরুন রঙ জামা,
সেইদিনের বিকেল গড়িয়ে গোধুলি নামা;
ঠোঁটের কোণে জমিয়ে রাখা মিস্টি হাসি,
হাওয়ায় উড়ানো চুল,উফ বড্ড ভালবাসি।
তোমার সেই পার্কে বসে হাতে হাত রাখা,
জারুল বেগুনি শাড়িতে বদনখানি ঢাকা ;
তীব্র অভিমানে আখিতে জল ছলছল
পরক্ষণেই একটু আদরে বাঁকা ঠোঁটের হাসি;
উফ্ বড্ড ভালবাসি।
তোমার সেই রৌদ্র দিনে হাওয়ায় ওড়ানো চুল,
হাতে আর গলায় জড়ানো তাজা বেলিফুল।
সুরেলা কন্ঠ আর স্নিগ্ধ পরশ রাশি রাশি, উফ্ বড্ড ভালবাসি।
তোমার সেই মিষ্টি দুষ্টু ছেলে মানুষী,
হাত ধরে পথ চলা একান্ত প্রেয়সী ;
মুগ্ধতার চাদরে মোড়ানো প্রিয় মুখখানি,
অপূর্ব স্নিগ্ধ হাসি, উফ্ বড্ড ভালবাসি।
ক্লান্তি; অবসাদের সঙ্গী হোক;
“জার চা”
Thank you
সুন্দর চা এর কবিতা
Nice