বঙ্গবন্ধু মানে বাংলাদেশ
–ফয়েজুর রহমান , অ্যাডভোকেট , জজ কোর্ট , ফেনী
সবাই যখন ঘুমিয়ে ছিল মধ্যরাতে
ঠিক তখনই হায়েনারা অস্ত্রহাতে ।
বত্রিশ নং ধানমন্ডি রেকি করে
জাতির পিতার বাসভবন ঘিরে ধরে।
একাত্তরের পরাজিত পক্ষ তারা
সঙ্গে ছিল মীরজাফরের প্রেতাত্মারা ।
তাদের সাথে হাত মেলালো ‘সাম্রাজ্যবাদ’
মুক্তিযুদ্ধ ছিল যাদের ‘স্বার্থে আঘাত’ ।
কিলিং মিশন এগিয়ে যায় সন্তর্পনে
প্রবেশ করে বঙ্গবন্ধুর বাসভবনে।
বেগম মুজিব চিন্তাক্লিষ্ট, বঙ্গবন্ধুর তরে
ছুটে গেলেন হন্যে হয়ে বঙ্গবন্ধুর ঘরে ।
বঙ্গবন্ধুর বুক বরাবর ‘কিলার’গুলি করে
বাংলাদেশের হৃদয় হতে যেন রক্ত ঝরে।
শেখ রাসেল তখন ছিল ছোট্টশিশু
তাকেও রেহাই দেয়নি ওরা নরপশু ।
সেদিন রাতের ইতিহাসটা বড়ই দুঃসহ
শেখ কামাল, শেখ জামাল নববধূ সহ,
একে একে বিদ্ধ হলো লক্ষ্যভেদী বুলেট
‘কালরাতের’ শহীদদেরে জানাই রেসপেক্ট।
বঙ্গবন্ধু , স্বাধীনতার নিপুন যাদুকর
বঙ্গবন্ধুর বাড়িটি আজ স্মৃতির যাদুঘর ।
ভেবেছে যারা,পনের আগষ্ট রাতেই খেলাশেষ
জানেনা তারা , বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
Joy Bangla sheikh hasinar joy
জয় বাংলা
Nice
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
Wow
Thank You
Joy Bangla
জয় বাংলা । জয় বঙ্গবন্ধু।
Wow আমার কাছে ভালো লেগেছে
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
জয় বাংলা
মাননীয় ফয়েজুর রহমান স্যার আপনাকে ও জাতির সকল মানুষকে শোক দিবসের শুভেচ্ছা
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
অসাধারণ উপস্থাপন
অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য । ভালো থাকুন।
স্যার আপনি ফেনী বাসীদের জন্য দুর্লভ দৃষ্টান্ত
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
ফেনী এর হিরো
😃 তাই নাকি ? ধন্যবাদ।
অসাধারণ
Thank You Learned
চমৎকার কবিতা 🥰♥️
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
অসাধারণ সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ ভাই। আপনার সুস্থতা কামনা করি ।
অসাধারণ হয়েছে।
Thank you learned.
অনেক সুন্দর কবিতা
চমৎকার কবিতা।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
অনেক সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা ।
অনেক সুন্দর কবিতা il
ধন্যবাদ ভাই । ভালো থাকুন।
Faltu kobita 1st hoy kemne? Tao abar email jara comment kory sob Fack 🤬..
Boycott Jarshop
Ai kobita 1st holo kivaby? Boycott Jarshop