বঙ্গবন্ধু মানে বাংলাদেশ

–ফয়েজুর রহমান , অ্যাডভোকেট , জজ কোর্ট , ফেনী

সবাই যখন ঘুমিয়ে ছিল মধ্যরাতে
ঠিক তখনই হায়েনারা অস্ত্রহাতে ।

বত্রিশ নং ধানমন্ডি রেকি করে
জাতির পিতার বাসভবন ঘিরে ধরে।

একাত্তরের পরাজিত পক্ষ তারা
সঙ্গে ছিল মীরজাফরের প্রেতাত্মারা ।

তাদের সাথে হাত মেলালো ‘সাম্রাজ্যবাদ’
মুক্তিযুদ্ধ ছিল যাদের ‘স্বার্থে আঘাত’ ।

কিলিং মিশন এগিয়ে যায় সন্তর্পনে
প্রবেশ করে বঙ্গবন্ধুর বাসভবনে।

বেগম মুজিব চিন্তাক্লিষ্ট, বঙ্গবন্ধুর তরে
ছুটে গেলেন হন্যে হয়ে বঙ্গবন্ধুর ঘরে ।

বঙ্গবন্ধুর বুক বরাবর ‘কিলার’গুলি করে
বাংলাদেশের হৃদয় হতে যেন রক্ত ঝরে।

শেখ রাসেল তখন ছিল ছোট্টশিশু
তাকেও রেহাই দেয়নি ওরা নরপশু ।

সেদিন রাতের ইতিহাসটা বড়ই দুঃসহ
শেখ কামাল, শেখ জামাল নববধূ সহ,

একে একে বিদ্ধ হলো লক্ষ্যভেদী বুলেট
‘কালরাতের’ শহীদদেরে জানাই রেসপেক্ট।

বঙ্গবন্ধু , স্বাধীনতার নিপুন যাদুকর
বঙ্গবন্ধুর বাড়িটি আজ স্মৃতির যাদুঘর ।

ভেবেছে যারা,পনের আগষ্ট রাতেই খেলাশেষ
জানেনা তারা , বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

38 thoughts on “বঙ্গবন্ধু মানে বাংলাদেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *