বঙ্গবন্ধু
নাসরিন সুলতানা রহমান, মুকসুদপুর, গোপালগঞ্জ
তুমি যোদ্ধা তুমি বিনয়ী
তুমি সকল বাঙালির প্রাণ।
তুমি ত্যাগী তুমি দায়ী
তুমি সেরার সেরা শ্রেষ্ঠ সেরা
তোমারী জন্য পেয়েছি মোরা
বাংলা ভাষার সুমৃদু ঘ্রাণ।তোমারী কর্মের জয়গান,
আজও বাজে জগৎ মাঝে সত্যির ভাষণ।
বাংলার হৃদ মাঝে তোমায় নিয়ে অন্তহীন ভাবণ।,১৫ আগস্টের কালো অন্ধত্বের আঁধারে,
নিভেছিল বাঙালীর সুখের প্রদীপ!
চোখেরজলে কেঁদেছিল সেদিন বাংলার প্রকৃত, বাংলার মানুষ!ভুলিনি মোরা আজও কাঁদে তোমার উৎসর্গে তোমারী বাঙালী।
অশ্রু দগ্ধে রক্তের মিছিল,
ভুলিনি মোরা সেই দিনগুলি।অনুভবের স্পর্শের উষ্ণতায়
গর্বিত মোরা বাংলা ভাষায়।তুমি চিরন্তন অমর মহাকাব্য হয়ে রবে,
সকল বাঙালীর সুপ্রভাতে কি’বা
ঘুম কেঁড়ে নিয়ে রাতের কল্পনাতে।।
Nice presentation