তোমার সেই কণ্ঠ

 সুদীপ্তা চৌধুরী , wari Dhaka

কণ্ঠ –

কখনো কখনো মনকে করে উদ্ভাসিত।

কণ্ঠ –

কখনো কখনো বিরক্তিতে মন রিক্ত।

কণ্ঠ –

কখনো কখনো উজ্জীবিত সৃষ্টির প্রেরণায়।

কণ্ঠ –

কখনো কখনো সুখময় অশ্রুসিক্ত আঁখি।

…..

হে! জাতির পিতা- বঙ্গবন্ধু!

তোমার সেই কণ্ঠ –

আঁধারে দিয়েছিল আলো।

তোমার সেই কণ্ঠ –

প্রাণের স্পন্দনকে করেছিল জাগ্রত;

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে!

তোমার সেই কণ্ঠ –

মুক্তির বীজ দিয়েছিল এনে “স্বাধীনতা”;

নিজেদের তাজা রক্তের বিনিময়ে!

তোমার সেই কণ্ঠ –

নিশীথের আঁধারে দিয়েছিল থামিয়ে;

কতগুলো নরপিশাচ আর কাপুরুষরা!

দমিয়ে পারেনি কেউ রাখতে তোমার সেই কণ্ঠ!

তোমার সেই কণ্ঠ –

লাখ লাখ তরুণ প্রাণের কণ্ঠ হয়ে এসেছে ফিরে!

15 thoughts on “তোমার সেই কণ্ঠ”

  1. কলমে সৃষ্টি হোক আরো নানা অনুভূতির কবিতা।

    Reply
  2. দরাজ কণ্ঠের ন্যায় লেখকের দরাজ কলমের স্পর্শ। এগিয়ে যাও অনেক দূর।

    Reply
  3. দরাজ কণ্ঠের ন্যায় লেখকের দরাজ কলমের স্পর্শ।

    Reply
  4. সুদীপ্তা খুব সুন্দর একটি লেখা উপহার দিলেন। অনেক দূর এগিয়ে যান আপনার লেখার মধ্য দিয়ে।

    Reply
  5. খুব সুন্দর dear! এগিয়ে যাও অনেক দূর তোমার কলমে সৃষ্টি কবিতার মধ্য দিয়ে।

    Reply
  6. তোমার এই সত্তাকে কখনো হারিয়ে যেতে দিয়ো না।

    Reply
  7. দরাজ কমলমের ন্যায় নিজের আলোয় আলোকিত হয়ে উঠো।

    Reply
  8. অসাধারণ শব্দের গাথুঁনী। বাহ্! শুরুটাও দারুণ হয়েছে।
    আবৃত্তি যোগ্য কবিতা। এর চেয়ে সুন্দর শ্রদ্ধাঞ্জলি হয় না।
    আমাকে আপনারা পছন্দ করা একটা কবিতা পাঠাবেন, আবৃত্তি করতে চাই।

    Reply
  9. অপূর্ব কবিতা পাঠে আনন্দিত হলাম, উৎফলিত হলাম। ধন্যবাদ কবি এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।

    Reply
  10. কবির চিন্তন শক্তি অনবদ্য। কবিতার শুরুটা আবৃত্তিযোগ্য। এতো সুন্দর করে জাতির পিতাকে নিয়ে কবিতার মাঝে এনে ফুটিয়ে তুলা সহজ কাজ নয়। ভালো লেগেছে কবিতাখানা। আপনার কলম চলুক,চলতে থাকুক। দোয়া ও ভালোবাসা রইলো আপু।

    Reply

Leave a Comment