তোমার সেই কণ্ঠ

 সুদীপ্তা চৌধুরী , wari Dhaka

কণ্ঠ –

কখনো কখনো মনকে করে উদ্ভাসিত।

কণ্ঠ –

কখনো কখনো বিরক্তিতে মন রিক্ত।

কণ্ঠ –

কখনো কখনো উজ্জীবিত সৃষ্টির প্রেরণায়।

কণ্ঠ –

কখনো কখনো সুখময় অশ্রুসিক্ত আঁখি।

…..

হে! জাতির পিতা- বঙ্গবন্ধু!

তোমার সেই কণ্ঠ –

আঁধারে দিয়েছিল আলো।

তোমার সেই কণ্ঠ –

প্রাণের স্পন্দনকে করেছিল জাগ্রত;

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে!

তোমার সেই কণ্ঠ –

মুক্তির বীজ দিয়েছিল এনে “স্বাধীনতা”;

নিজেদের তাজা রক্তের বিনিময়ে!

তোমার সেই কণ্ঠ –

নিশীথের আঁধারে দিয়েছিল থামিয়ে;

কতগুলো নরপিশাচ আর কাপুরুষরা!

দমিয়ে পারেনি কেউ রাখতে তোমার সেই কণ্ঠ!

তোমার সেই কণ্ঠ –

লাখ লাখ তরুণ প্রাণের কণ্ঠ হয়ে এসেছে ফিরে!

15 thoughts on “তোমার সেই কণ্ঠ”

  • স্নেহনীড় says:

    কলমে সৃষ্টি হোক আরো নানা অনুভূতির কবিতা।

  • সানজিদা ইসলাম says:

    দরাজ কণ্ঠের ন্যায় লেখকের দরাজ কলমের স্পর্শ। এগিয়ে যাও অনেক দূর।

  • সানজিদা ইসলাম says:

    দরাজ কণ্ঠের ন্যায় লেখকের দরাজ কলমের স্পর্শ।

  • নূর জান্নাত says:

    খুব সুন্দর অনুভূতির সৃষ্টি! ❤️❤️❤️

  • সুদীপ্ত বসাক says:

    সুদীপ্তা খুব সুন্দর একটি লেখা উপহার দিলেন। অনেক দূর এগিয়ে যান আপনার লেখার মধ্য দিয়ে।

  • Alitra says:

    খুব সুন্দর dear! এগিয়ে যাও অনেক দূর তোমার কলমে সৃষ্টি কবিতার মধ্য দিয়ে।

  • কনিকা says:

    তোমার এই সত্তাকে কখনো হারিয়ে যেতে দিয়ো না।

  • জীবন says:

    দরাজ কমলমের ন্যায় নিজের আলোয় আলোকিত হয়ে উঠো।

  • Mrinali debi says:

    Good poem

  • Sumitra Chowdhury says:

    Admin sudipta apu first prize er joggo,takei dewa uchit because se onek balo likheche

  • Mrenali says:

    Awesome

  • Boudi says:

    Beautiful presentation

  • RJ Tamjid says:

    অসাধারণ শব্দের গাথুঁনী। বাহ্! শুরুটাও দারুণ হয়েছে।
    আবৃত্তি যোগ্য কবিতা। এর চেয়ে সুন্দর শ্রদ্ধাঞ্জলি হয় না।
    আমাকে আপনারা পছন্দ করা একটা কবিতা পাঠাবেন, আবৃত্তি করতে চাই।

  • মোঃ বুলবুল says:

    অপূর্ব কবিতা পাঠে আনন্দিত হলাম, উৎফলিত হলাম। ধন্যবাদ কবি এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।

  • Abdullah Sakib says:

    কবির চিন্তন শক্তি অনবদ্য। কবিতার শুরুটা আবৃত্তিযোগ্য। এতো সুন্দর করে জাতির পিতাকে নিয়ে কবিতার মাঝে এনে ফুটিয়ে তুলা সহজ কাজ নয়। ভালো লেগেছে কবিতাখানা। আপনার কলম চলুক,চলতে থাকুক। দোয়া ও ভালোবাসা রইলো আপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *