রক্তেলেখা পদাবলি

– আবদুল মুমিন মামুন,আম্বরখানা, সিলেট-৩১৩০

যে নদী তার গতিপথ হারায়
ভূমিকম্পের মতো অশনি সংকেতে-
সেরূপ এক আকষ্মিক কম্পনে
কেঁপে ওঠে বত্রিশ নম্বরের
সেই দুতলা বাড়ি।

মেশিনগান-গ্রেনেড-মর্টার
অজস্র বোমা-বিস্ফোরণ
বিরতিহীন শব্দের নগ্নখেলা;
আমাদের পাঁজরের ছিদ্রপথে অবিরল
বয়ে চলা এ বাংলার রক্তজল-
সিঁড়ি বেয়ে গড়াতে গড়াতে অবশেষে
পদ্মা-যমুনার স্রোতে মিশে হয় একাকার
স্বাধীনবাংলার এই রক্তাক্ত মানচিত্র।

বিশ্বাসের ছায়াতলে অঙ্কুরিত আগাছা
ধীরে ধীরে বেড়ে ওঠা পশ্চিমাপ্রেম
একাত্তোরের পরাজিত আত্মারা-
অন্তর থেকে জাতি তাদের
আজন্ম ঘৃণার বারুদ ছুঁড়ে;
এ প্রজন্ম যাদের অন্তরে রেখেছে
কিছু উপমায়- মূল্যহীন অক্ষরে
ইতিহাসের সেই কলঙ্কিত
মিরজাফর-অধ্যায়।

শোকাবহ আগষ্ট এলে তাই
রক্তেলেখা পদাবলি-
বেদনার এক নীলখামে ভেসে বেড়ায়
এ বাংলার সবুজ প্রান্তরে।

One thought on “রক্তেলেখা পদাবলি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *