Writer

আপনি কি লেখক /কবি হতে চান? কিংবা আপনি শখের বশে লিখেন? যখন যা মনে আসে সেটাই লেখার মাধ্যমে প্রকাশ করে আত্মতৃপ্তিতে ভোগেন ? তাহলে জার রাইটার প্ল্যাটফর্ম কিঞ্চিত হলেও আপনার উপকারে আসবে।
নিবন্ধন করুন এবং আপনার যে কোন লেখা/কবিতা প্রেরণ করুন :  Writer Registration | লেখক নিবন্ধন – (jarshops.com)

গল্প, কবিতা ও প্রবন্ধ

শর্তাবলী

নিম্নলিখিত শর্তাবলী মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো।
১. মানুষের কথা বলার মঞ্চ হিসাবে, যেখানে সবাই চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। রাষ্ট্রীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে লেখা /কোনও কবিতা পাঠাবেন না ।
২. নিম্নলিখিত বিষয়বস্তু এবং আচরণ আমাদের পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :
– যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অভিযোগ জানান, সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।
-যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
-কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট /পোস্ট লিংক আমরা পাতা থেকে সরিয়ে দিতে পারি ।
-কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।

– বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট আমাদের পাতা থেকে সরিয়ে ফেলা হবে।

৩. নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি: -যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

-যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

-যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।

-যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

-অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট। -যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।

-যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।

জার লিমিটেড আয়োজিত অনলাইনে ‘গল্প, কবিতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা-২০২০’

4 thoughts on “Writer”

  • faizurlaw9 says:

    জার লিমিটেড এর অত্যন্ত প্রশংসনীয় আয়োজন।
    এইআয়োজনের ফলে কবি-সাহিত্যিকগণ অনুপ্রাণিত হবেন।নতুন লেখকগণও লেখার মান বাড়াতে সচেষ্ট হবেন। জার লিমিটেডের এই আয়োজনকে সাধুবাদ জানাই।
    ফয়েজুর রহমান
    আইনজীবী
    ফেনী ।

    • admin says:

      Many thanks for your nice comments sir. We appreciate your kind words.

      • faizurlaw9 says:

        যার কবিতার কমেন্ট বেশি হবে সেই তো জিতবে তাই নাকি?
        আমার মতে এইটাই উত্তম বিচার হবে।
        ফয়েজুর রহমান
        আইনজীবী
        ফেনী ।

  • Faizur Rahman says:

    একেবারে উপরের কমেন্টটা আমার। তারপরের কমেন্টটা আমার নয় । কেন আমার নামে কমেন্টটা আসলো বুঝলামনা । সফটওয়ারে কোন সমস্যা আছে কি ? নাকি আমি লগ আউট না করায় অন্য কেউ আমার নামে লিখেছে ? বুঝলামনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *