Due to price inflation, smartphone sales have decreased all over the world

January 29, 2023 Off By admin
মূল্যস্ফীতির কারনে সারা বিশ্বেই স্মার্টফোন বিক্রি কমেছে | ২০২২ সালে সামগ্রিকভাবেই স্মার্টফোন বিক্রি অনেকটা কমেছে | ২০২২ সালেও চীনের বড় অংশজুড়ে লকডাউনসহ নানা ধরনের বিধিনিষেধ ছিল। এতে ব্যাহত হয়েছে দেশটির অর্থনৈতিক কার্যক্রম, যার ছাপ পড়েছে ভোক্তাদের আচরণে। এক গবেষণায় দেখা গেছে, গত বছর চীনের বাজারে স্মার্টফোন বিক্রয় বার্ষিক হিসাবে প্রায় ১৩ শতাংশ কমে গেছে।
গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ১২০ কোটি, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ কম। এই পরিসংখ্যান ২০১৩ সালের পর সর্বনিম্ন।

বিশ্লেষকেরা বলেন, গত বছর বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা ছিল। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো যে হারে নীতি সুদহার বাড়িয়েছে, তার জেরে তৈরি হয় মন্দার আশঙ্কা। একদিকে নীতি সুদহার বৃদ্ধির কারণে সমাজে অর্থের প্রবাহ কমে যায়। অন্যদিকে মন্দার আশঙ্কায় মানুষ কেনাকাটায় হিসেবি হয়—এ দুয়ের প্রভাবে স্মার্টফোন বিক্রি অনেকটা কমে যায়।