JAR SHOP — Explore by Category

Premium JAR TEA, NISSUL, and other products — available nationwide.

Matarbari Port

দেশের প্রথম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ২০২৬ সালে চালুর আশা

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ২০২৬ সালে চালু করার আশা করছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ইতোমধ্যে ড্রইং, ডিজাইন ও টেন্ডার প্রক্রিয়া শেষ করে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করার কথা জানান প্রকল্প পরিচালক।

বাস্তবে রুপ পেতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর।
আগামী জুন থেকেই শুরু হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মূল অবকাঠামো নির্মাণের কাজ।
চট্টগ্রাম বন্দর থেকে সাগরপথে প্রায় ৭০ কিলোমিটার দূরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি।
এখানে এক হাজার ৩১ একর জায়গা জুড়ে নির্মিত হবে এই বন্দর। দূর থেকেই চোখে পড়বে সাগরের নীল জলরাশি।
আর এর বুক চিরে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর।
বিশেষ ব্যবস্থায় সাগরে বাঁধ বা ব্রেকওয়াটার তৈরির পাশাপাশি বিশ্বের চতুর্থ বৃহত্তম খননযন্ত্র ‘ক্যাসিওপিয়া–ফাইভ’ দিয়ে মাটি খনন করা হচ্ছে।
লবণের মাঠ খনন করে বানানো হয়েছে সাগর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের পথ। সেইসাথে কৃত্রিম এই চ্যানেলে যাতে ঢেউ না আসে,
সে জন্য তীর থেকে সাগরের দুই কিলোমিটার পর্যন্ত দেয়া হয়েছে বাঁধ।