মৃত্যুঞ্জয়ী মুজিব
প্রবীর রায়, District- Pirojpur
বিশ্বের একজন বাঙালির প্রিয়জন
শেখ মুজিবুর রহমান
পরাধীন বাংলাকে স্বাধীন করে
নিয়েছ সবার উপরে স্থান।
তুমি আছ বাঙালির অন্তরে
আছ প্রতিটি শ্বাস-প্রশ্বাসে
মিশে আছ বাঙালির সত্ত্বায়
থাকবে গৌরবে-গর্বে-বিশ্বাসে।
তুমি জাতির পিতা বঙ্গবন্ধু
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তোমার অমর কীর্তির জন্য
জানাই তোমায় শ্রদ্ধাঞ্জলি।
তুমি ইতিহাস-তুমি বাংলার ঐতিহ্য
তুমি বাংলার গৌরব-বাঙালির গর্ব
তোমার জন্য পেয়েছি মোরা
এই ভুবনে বাংলা নামক স্বর্গ।
পৃথিবী নামক পুষ্পকাননে
তুমি ছিলে এক প্রস্ফুটিত ফুল
ঘাতকেরা তোমায় হত্যা করে
করেছিল এক চরম ভুল।
মরেও অমর তুমি ধরনীর বুকে
তোমার কীর্তি রবে সবার মুখেমুখে
তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে
বাঙালি চিরদিন তোমায় স্মরিবে।
Tumi win hoby,
Onyk sundor kobita