স্বাধীনতা

হৃদয় চন্দ্র বর্মন, উপজেলাঃ নাচোল, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।

একদিন সকাল বেলা বসেছিলাম
তেঁতুল গাছের তলে,
হঠাৎ যেন শব্দ হলো
গাছের উঁচু ডালে।

চেয়ে দেখি একটি বাসা
দুটি পাখির ছানা,
মনের আনন্দে গাইছে গান
কেউ করেনি মানা।

হিংস্র সাপের চোখে পড়ে
ছোবল মারার চেষ্টা করে,
ছানার বাবা গেল তেরে
লক্ষ জীবন নিলো কেড়ে।

কেড়ে নিতে চেয়েছিলো ওরা
আমাদের এই মাতৃভাষা,
ব্যর্থ হয়ে ফিরে গেল
আমরা পেলাম স্বাধীনতা।

2 thoughts on “স্বাধীনতা”

  • Hridoy Chondro Bormon says:

    ধন্যবাদ

  • Sushil chandro das says:

    সুন্দর কবিতা লিখেছেন আপনার মতো কবিতা কেউ লিখে নাই
    অপনি আমার দৃষ্টিতে প্রথম
    Admin puroskar koby diben

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *