উন্নায়নের পীড়া

MD Jabed Alam, HAJIGANJ,CHANDPUR

উন্নায়নের পীড়নে ভীষন ভারী এ মাতৃভূমি!
       এ ভারের ভরে হয় না উঁচু মাথা!
      এ দেশের দ্বারে দায় বেঁচে থাকা!
উঁচু দালানের তরে আছে লিখা বাঁচার পরিকল্পনা!
               বিশ্বমঞ্চে হোক কথা
         না হয় না হোক বেঁচে থাকা!!
উত্তরনের পীড়নে ঝরে যায় জীবন বৃক্ষের পাতা!
         তা হোক আছে বাঁচার অধিকার
   উন্নায়নের পীড়নে ঘাটতি হয়েছে নিরাপত্তার!
তাতে কী এ মৃত্যুতে মৃতই দায়ভার!
  করতে হয় না বিরোধিতা এ উন্নায়ন পরিকল্পনার!
       অট্টালিকা আর ব্রিজের পরে
         দেখবে তোমরা নয়নভরে!
ক্ষুদার তরে কাঁদলে তোরা কী বা ক্ষতি!
    করলে হুঙ্কার বললে কথা শোষনবেধী
      এ দেশের তরে তোমরা ভীষন অপরাধী!
বলিও না হোক তা ন্যায় বা মাখা থাক সত্যে!
         হলে লিপ্ত এ অপরাধে
      নিক্ষিপ্ত হবে রুদ্ধ কারাগারে!
খাদ্য সংকট ও ঘরে, কেউ বা রয় রাস্তায় পড়ে!
অশ্রু ঝরে উন্নায়নের আঁড়ালে!
       মধ্যবিত্তের নোনা জলে
       গাল গড়িয়ে নুন হয়ে ঝরে!
তবু হতে হবে সন্তুষ্ট -এ দেশ যে ভীষন উন্নত!

2 thoughts on “উন্নায়নের পীড়া”

  • Konika says:

    আপনার লেখা যত পড়ি তত মুগ্ধ হই🖤😌অসম্ভব ভালো লেখেন আপনি। আরও ভালো করবেন এই আশা রইল 🖤🙃

  • Imran says:

    অসম্ভব সুন্দর কবিতার মনোভাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *