Masrurah Tabassum Mumu
গল্পের নাম -স্বপ্নে দেখা রাত
লেখিকা – মাসরুরাহ তাবাসসুম মুমু।
শ্রেনী ৫ম
সরকারি করোনেশান মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা
🌺 স্বপ্ন দেখা রাত 🌺
আজ স্কুলে গিয়ে দেখলাম স্কুলে কেমন যেন একটা সাজো সাজো ভাব। কিন্তু কেন বুঝতে পারলাম না! আমাদের স্কুলের হেড ম্যাম আমাকে ডেকে বললেন – মুমু আজ আমাদের স্কুলে একজন মেহমান আসবে তাঁকে তোমাকে আবৃত্তি করে শোনাতে হবে। কিন্তু কে আসবে তা বললেন না। আমি আবৃত্তি করতে ভালোবাসি। মনে মনে ভাবলাম কে আবার আসবে? আর আমি কি কবিতা আবৃত্তি করবো? কেমন জানি ক্লাসে মনোযোগ দিতে পারছিলাম না। হঠাৎ আমাদের স্কুলের গেটে একটা গাড়ি এসে থামলো ওমনি আমাদের সব ম্যামেরা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য এগিয়ে গেল। আমিও গেলাম পিছু পিছু – এমা লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি তাঁকে । হ্যাঁতো, বইতে দেখেছি, তাঁকে নিয়ে লেখা কতো কবিতা পড়েছি, গল্প পড়েছি। এমনকি তাঁর কতো ছবি ড্রইং করেছি। মনে পড়ে গেলো এযে আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি সুন্দর একজন মানুষ ! দৌড়ে তাঁর কাছে গেলাম। তিনি আমাকে কতো আদর করলেন। এবার তাঁকে কবিতা আবৃত্তি করে শোনানোর পালা। আমি আবৃত্তি করছি….
” আপনি নেই বঙ্গবন্ধু!
কেউ থাকেনা এই মরজগতে
কিন্তুু আমরা বহু কোটি মানুষ
আপনাকে খুব ভালোবাসি
সেখানে আপনার স্থান –
গভীর, গভীরতম শ্রদ্ধায়।”
কিন্তু আমি এসব কি আবৃত্তি করে শোনাচ্ছি তাঁকে? কে বলেছে সে নেই। বঙ্গবন্ধুতো আমার সামনেই আছেন। তাহলে আমি এতোদিন ভুল জানতাম। আহারে! বঙ্গবন্ধু তো এবার আমাকে বকা দেবেন। আমার কান্না পেয়ে গেলো। আর ওমনি আম্মুর ডাকে আমার ঘুম ভেঙ্গে গেলো। আম্মু বললো এই বুড়ি ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছো কেনো? তার মানে আমি এতোক্ষন স্বপ্ন দেখছিলাম। আম্মুকে আমার স্বপ্নের কথা বললাম। আম্মু বললো তুমি তো ঠিক স্বপ্নই দেখেছো। বঙ্গবন্ধুতো আমাদের মাঝেই আছেন তাঁর কর্মে, তাঁর গুণে, তাঁর মহানুভবতায়। ইশ, স্বপ্নটা যদি সত্যি হতো …!! ❤️❤️
মাসরুরাহ তাবাসসুম মুমু
মিয়াপাড়া খুলনা
স্বরচিত কবিতা
কবিতার নাম : মুজিব মানে
✍লেখিকা : মা সরুরাহ তাবাসসুম মুমু , Miapara,Khulna
শ্রেণি : ৫ম।
শাখ ক দিবা
সরকারি করোনেশান মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা
মুজিব মানে
বাংলার ইতিহাস,
মুজিব মানে
সতের কোটি বাঙ্গালীর উচ্ছাস।
মুজিব মানে
মুক্ত স্বাধীনতা,
মুজিব মানে
লক্ষ মুক্তি সেনা।
মুজিব মানে
স্বাধীন চেতা,
মুজিব মানে
দুর্বলতায় চেতনা।
মুজিব মানে
ভালোবাসা,
মুজিব মানে
জাতির পিতা।
মুজিব মানে
টকটকে লাল ফুল,
মুজিব মানে
শুধরে নাও ভুল।
মুজিব রবে আমাদের জীবনে,
সারা জীবনের ভূবনে।