১৫ই আগস্ট

Matiur Mahmud Farhad, Kandirpar, Cumilla

পঁচাত্তরের পনেরই আগস্ট ভোরবেলা

যেন বাঙালির এক কালবেলা। 

শহীদ হলেন প্রিয় বঙ্গবন্ধু 

বিন্দুতে ছিলেন যিনি সিন্ধু। 

যেন আকাশ-বাতাস-প্রকৃতি অশ্রুসিক্ত 

মোদের তরে এ-ঘটনা লাগে খুবই তিক্ত। 

সেদিন হয়েছিল একাকার 

আগস্ট আর শ্রাবণ

মিশে বঙ্গবন্ধুর রক্ত

আর মর্মছেঁড়া অশ্রুর প্লাবন।

খুনিরা ছিলো পাষাণ-হৃদয় আর নিষ্ঠুর

নিস্তার দেয়নি কোনো প্রাণ হলেও শিশুর।

ঘটে সেদিন নৃশংস এক খুন

ছিলোনা খুনিদের মায়ার কোনো গুণ।

বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন

ছিলো নির্মম ভয়াবহ সে-খুন।

নামে কালো অধ্যায় বাংলার বুকে 

ভিজে যায় নয়নযুগল চরম শোকে।

হারালাম মোরা এক বিশ্বনেতা 

তাঁর  মতো আর পাবো কি কোথা।

One thought on “১৫ই আগস্ট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *