মুজিব বিরহে
মোঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
মুজিব তুমি বিশ্বনেতা
বাংলাদেশের প্রাণ,
জীবনবাজি রেখে তুমি
রাখলে দেশের মান।
বিশ্বাসঘাতক নরপশুরা
দেশের চিরশত্রু,
তোঁমায় তারা করলো শহীদ
ঝরলো জাতির অশ্রু।
পিতৃহারা দেশের হাল যে
ধরার ছিল না কেহ,
দুশমনেরা চিবিয়ে খেয়েছে
বঙ্গভূমির দেহ।
তোঁমার গড়া সোনার বাংলা
বিরহে সদা কাঁদে,
বেইমানদের রুখিতে আজও
যুদ্ধ দামামা বাধে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়,
নেত্রকোণা সদর, নেত্রকোণা।
Thanks a lot dear Jar authority.
বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে স্যার ❤️❤️❤️
অশেষ ধন্যবাদ
মুজিব বিরহে;
কিছু সময় জাতি শোক করে পালন;
জীবনের তাগিদে গিয়েছে ভুলে।
তবে বেঁচে থাকা তাঁর সন্তান, নাতি – নাতনি;
কখনো পারে না আর পারবেও না ভুলে থাকতে।
আন্তরিক ধন্যবাদ
অনেক সুন্দর হইছে স্যার
Thanks a lot dear
অনেক সুন্দর হইছে স্যার ❤️
Thanks a lot dear
স্যার অনেক সুন্দর হয়ছে
Thanks a lot dear